আগরতলা, ১৬ জুন : উপনির্বাচনের আর হাতে গুনা কয়েকদিন বাকি। উপনির্বাচনকে কেন্দ্র করে শাসক দল থেকে শুরু করে বিরোধীরা প্রত্যেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। বিভিন্ন এলাকায় লাগানো হচ্ছে দলগুলির ফ্ল্যাগ ফেস্টুন সহ বিভিন্ন প্রচারসজ্জা। এরই মধ্যে সিপিএমের প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে সিপিআইএম কর্মীরা অভিযোগ করেন, ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের ১৩ নম্বর ওয়ার্ডের প্রচারসজ্জা নষ্ট করেছে একদল দুষ্কৃতী। দলীয় এক কর্মী তাদের বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরবর্তীতে সিপিএম কর্মী-সমর্থকরা প্রচারসজ্জা নষ্টের অভিযোগ এনে রামনগর ফাঁড়ি থানায় ডেপুটেশন প্রদান করেছেন। শান্তিপূর্ণ নির্বাচন না হলে আগামীদিনের নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাম কর্মী সমর্থকরা।