TamilNadu : তামিলনাড়ুতে বাস উল্টে তিন যাত্রী হত, জখম ২৬

থুথুকুডি (তামিলনাড়ু), ১৫ জুন ( হি. স.) : বুধবার কায়থারের কাছে আরাসানকুলামে একটি দ্রুতগামী বাস উল্টে তিন যাত্রী হত এবং ২৬ জন আহত হয়েচেন বলে খবর। পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন পান্ডি (৩২), বাসের চালক দুই যাত্রী শিবরামন (২৮) ও রাজন (৪৬)। বাস নাগেরকোয়েল থেকে চেন্নাই যাচ্ছিল। বাসের একটি টায়ার ফেটে গেলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারলে বাসটি উল্টে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ এবং তামিলনাড়ু ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেস বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে। আহতদের তিরুনেলভেলি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, কোভিলপট্টি সরকারি হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।