বামুটিয়া-রাধানগর সড়কে বাস ও জীপ চালকদের সাথে অটো চালকদের বিবাদ, প্রতিবাদে রাস্তা অবরোধ

আগরতলা, ১৫ জুন (হি. স.) : বামুটিয়া-রাধানগর সড়কে বাস ও জীপ চালকদের সাথে অটো চালকদের বিবাদে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা হচ্ছে। যুব মোর্চার কর্মী পরিচয় দিয়ে অটো চালকরা ওই রুটে বাস ও জীপ চালকদের মারধরের অভিযোগ উঠেছে। প্রতিবাদে বিএমএস সমর্থক চালকরা আজ রাধানগর স্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখান এবং রাস্তা অবরোধ করেন। ব্যস্ততম সময়ে রাস্তা অবরোধের জেরে নিত্যযাত্রীরা সমস্যার সম্মুখীন হয়েছেন। শেষে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধ প্রত্যাহৃত রয়েছে।

অভিযোগে জানা গেছে, গান্ধীগ্রাম-শালবাগান রুটে অটো চালকরা পারমিট না থাকা সত্ত্বেও যাত্রী নিয়ে রাধানগর স্ট্যান্ডে আসেন। তাতে, বামুটিয়া থেকে রাধানগর যাত্রীবাহী বাস ও জীপ চালকরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই, তাঁরা ওই অটো চালকদের রাধানগর স্ট্যান্ডে আসার বিরোধীতায় প্রতিবাদ জানিয়েছিলেন। তাতে, মঙ্গলবার যুব মোর্চার কর্মী পরিচয় দিয়ে কয়েকজন অটো চালক গান্ধীগ্রাম এলাকায় বামুটিয়া-রাধানগর রুটের বেশ কয়েকজন বাস ও জীপ চালকদের মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।এরই প্রতিবাদে বুধবার সকাল থেকে রাধানগর স্ট্যান্ডের সামনে রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিএমএস সমর্থিত বাস ও জীপ চালকরা। তাঁরা রাধানগরে রাস্তা অবরোধ করেন। তাঁদের দাবি, অটো চালকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে। সাথে, নির্দিষ্ট রুটে নেওয়া পারমিট ছাড়া কোন যানবাহন অন্যত্র যাত্রী পরিবহণ করতে পারবে না। ওই অবরোধের জেরে নিত্যযাত্রীরা নিদারুন সমস্যার সম্মুখীন হন। শুধু তাই নয়, তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে। দীর্ঘক্ষণ অবরোধকারীদের বোঝানোর পর তাঁরা অবরোধ প্রত্যাহারে সম্মত হন। তবে, দোষী অটো চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পুলিশের প্রতিশ্রুতির ভিত্তিতেই তাঁরা অবরোধ কর্মসূচী আপাতত প্রত্যাহার করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *