জলপ্লাবণ-ধসের কবলে গুয়াহাটি, অপ্রয়োজনে ঘরের বাইরে বের হতে বারণ করে নাগরিকদের সতর্কবার্তা, হেল্পলাইন নম্বর জারি প্রশাসনের

গুয়াহাটি, ১৪ জুন (হি.স.) : জলমগ্ন ও ধস কবলিত গুয়াহাটিবাসীকে নেহাৎ জরুরি কাজ ছাড়া বাড়িঘর থেকে বের হতে নিষেধ করে সতর্কবার্তা জারি করেছে কামরূপ মহানগর জেলা প্ৰশাসন। পাশাপাশি আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন হেল্পলাইন নম্বর চালু করেছে।

অবিরাম মুষলধারায় বৃষ্টিপাত এবং ধসের প্ৰতি লক্ষ্য রেখে নাগরিকদের সুরক্ষিত রাখতে এই ব্যবস্থা নিয়েছে কামরূপ মেট্ৰো জেলা প্ৰশাসন। হেল্পলাইন নম্বর ১০৭৭, ৮৬৩৮১১২২৯৭ চালু করে জেলা প্ৰশাসনের তরফ থেকে বলা হয়েছে, যে সকল নাগরিকের বাড়ঘরে কৃত্রিম বন্যার জল ঢুকতে পারে বা ভূমিধসের কবলে পড়ার সম্ভাবনা রয়েছে তাঁদের সুরক্ষিত স্থানে স্থানান্তর করার দরকার পড়লে মেট্রো জেলা প্ৰশাসনের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।
এদিকে কামরূপ মহানগর জেলাশাসকের জারিকৃত এক জরুরি বাৰ্তায় বলা হয়েছে যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে গুয়াহাটি রাজস্ব সার্কল অফিসার (৯৫০৮২ ০৯৬৮৬), জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (গুয়াহাটি) ফিল্ড অফিসার (৯৭০৭৭ ২৭৪২২) অথবা দিশপুর রজস্ব সার্কল অফিসার (৮৩৭৬০ ২৯৯৮৪) এবং জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (দিশপুর) ফিল্ড অফিসার (৮৮৭৬০ ৮৬৪৮৮) অথবা প্ৰশাসনের টোলফ্ৰি নম্বর ১০৭৭, ৯৩৬৫৪২৯৩১৪-এ যোগাযোগ করতে বলা হয়েছে।