রাইসেন(মধ্যপ্রদেশ), ১৩ জুন ( হি. স.) : মধ্যপ্রদেশের রাইসেন জেলায় ৩৫ ফুট গভীর কূপে স্নান করতে গিয়ে তিনজন ডুবে গিয়েছে বলে সোমবার পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে সুলতানগঞ্জ থানা সীমানার জেলা সদর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত গোর্খা গ্রামে। ১২ থেকে ১৬ বছর বয়সী তিনটি ছেলে স্নান করতে কূপে নেমেছিল।
সুলতানগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিমলেশ রাই জানান, সন্ধ্যার পর তারা তাদের বাড়িতে না পৌঁছালে তাদের পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে এবং কূপের কাছে তাদের জুতা ও কাপড় দেখতে পায়। পরিবারের সদস্যরা এবং অন্যান্য গ্রামবাসীরা তখন পুলিশকে খবর দিলে, পুলিশ কূপ থেকে মৃতদেহগুলো উদ্ধার করে। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানান তিনি।