নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ সোমবার সাতসকালে সোনামুড়ায় এক ব্যক্তিকে গরু চোর সন্দেহে পিটিয়ে গুরুতর জখম করেছে কতিপয় যুবক৷ গণপ্রহারে আহত যুবকের নাম আব্দুল চৌহান৷ জানা যায় আব্দুল চৌহান নামে ওই যুবক গাড়ি নিয়ে যাচ্ছিল৷ তখন ঐ কতিপয় যুবক সন্দেহবশত তাকে আটক করে বেধড়ক মারধর শুরু করে৷ যারা তাকে আটক করে বেধড়ক মারধর করেছে তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে জানা গেছে৷ নেশাগ্রস্থদের গণপ্রহারে আব্দুল চৌহান নামে ওই যুবক গুরুতর ভাবে আহত হয়৷ ঘটনার খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে আহত অবস্থায় আব্দুল চৌহানকে উদ্ধার করে সোনামুড়া থানার পুলিশ প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে তাকে মেলাঘর হাসপাতালে স্থানান্তর করা হয়৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় মেলা পর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আব্দুল চৌহান নামে ওই যুবক৷ এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়া এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা মেনে নিতে পারছেন না স্থানীয় মানুষজন৷ অভিযুক্তদের চিহ্ণিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে৷ এ ধরনের কার্যকলাপ খুবই উদ্বেগজনক৷
2022-06-13