রাহুল গান্ধীকে ইডির তলব, প্রতিবাদে আগরতলায় কংগ্রেসের ধরনা আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিহিংসা চরিতার্থ করতে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ইডি দপ্তর যে নোটিশ পাঠিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার দাবিতে দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সোমবার আগরতলায় নতুননগরে ইডি অফিসের সামনে ধরনা আন্দোলন সংগঠিত করে কংগ্রেস৷ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ইডি দপ্তর জিজ্ঞাসাবাদের  জন্য নোটিশ জারী করেছে৷ এরই প্রতিবাদে সারা দেশের সঙ্গে এক যোগে আগরতলার নতুননগর ইডি অফিসের সামনে কংগ্রেস নেতা কর্মীরা ধর্ণা সংগঠিত করেন৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতাকর্মীরা বড়জলা কংগ্রেস অফিস থেকে বিক্ষোভ মিছিল করে এয়ারপোর্ট রোডস্থিত নতুননগর ইডি অফিসের সামনে ধর্ণা প্রদর্শন করেন৷ ধরনা আন্দোলনে বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক তথা আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী সুদীপ রায় বর্মন সহ অন্যান্য  নেতৃবৃন্দ৷  প্রতিবাদ বিক্ষোভ ধরনা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন বলেন রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্য বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে শায়েস্তা করার চক্রান্ত করেছে৷ ইডি রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য যে নোটিশ পাঠিয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি৷ সুদীপবাবু বলেন সারাদেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে৷ এর অঙ্গ হিসেবে রাজ্য থেকে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হয়৷ অবিলম্বে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি কংগ্রেস দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়৷ অবিলম্বে মামলা প্রত্যাহার করে না নিলে কংগ্রেস দল সারা দেশজুড়ে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে হুঁশিয়ারি দেয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *