Arrest : উত্তরপ্রদেশ পুলিশের দুস্কৃতীদের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত, এ পর্যন্ত গ্রেফতার ৩০৪ জন

নয়াদিল্লি, ১২ জুন ( হি. স.) : জুমার নমাজের পর হিংসা ছড়ানোর ঘটনায় দুস্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। এ পর্যন্ত বিভিন্ন শহর থেকে ৩০৪ জন দুস্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার জানান, যে সব জেলায় অশান্তি হয়েছে। পুলিশ এখন ওই দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত ৩০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে প্রয়াগরাজ থেকে ৯১ জন, সাহারানপুর থেকে ৭১ জন, হাতরাস থেকে ৫১ জন, আম্বেদকরনগর এবং মোরাদাবাদ থেকে ৩৪ জন করে, ফিরোজাবাদ থেকে ১৫ জন, আলিগড় থেকে ৬ জন, জালাউন থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মোট ১৩টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে প্রয়াগজ, সাহারানপুর তিনটি করে এবং অন্যান্য শহরগুলিতে একটি করে মামলা নথিভুক্ত করেছে৷ দ্রুত ব্যবস্থা নিয়ে দুস্কৃতীদের গ্রেফতার করা হচ্ছে। কোনো অবস্থাতেই দোষীদের রেহাই দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *