Arna Vijay : খেলো ইন্ডিয়ায় অর্না বিজয়ের হাত ধরে আরও দুটি পদক ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।। আরো দুটি পদক এল ত্রিপুরার ঝুলিতে। খরা কাটিয়ে পরপর দুই দিনে দুটি পদক। একটি রৌপ্য পদক তো অপরটি ব্রোঞ্জ পদক। তাও ঠিক একজনের হাত ধরে। কালারিপায়াট্টুতে রাজ্যের অর্না বিজয় একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে। শুক্রবার, খেলো ইন্ডিয়া ইউঠ গেমস এর সপ্তম দিনের খেলা শেষ দিকে অর্থাৎ রাতে হয় এই লড়াই। এতে অর্না বিজয় ব্রোঞ্জ পদক পেয়েছিল। আজ, শনিবার অষ্টম দিনে একই ইভেন্টের অপর বিভাগে অর্না বিজয় রৌপ্য পদক পেয়ে ত্রিপুরার ঝুলিকে আরও কিছুটা ভরিয়ে তুলেছে। পাশাপাশি ত্রিপুরার নাম কিছুটা হলেও উজ্জ্বল করে তুলেছে। উল্লেখ্য প্রতিযোগিতার তৃতীয় ও চতুর্থ দিনে আন্তর্জাতিক জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্ত দুটি স্বর্ণপদক পেয়েছিল। এবং থাং-তা বালিকা বিভাগে ত্রিপুরার প্রতীক্ষা ও কেনজিয়া দুটি ব্রোঞ্জ পদক পেয়েছিল। এ পর্যন্ত ত্রিপুরার ঝুলিতে দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ সহ মোট ছয়টি পদক এসেছে। ত্রিপুরা থেকে ৭২ জন খেলোয়ার এবারকার হরিয়ানার পঞ্চকুলায় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস-এ অংশ নিয়েছিল। একটি গ্রুপ যথারীতি ত্রিপুরার অভিমুখে ফিরে আসছে। প্রতিযোগিতা শেষ হবে ১৩ জুন। সাফল্যের লক্ষ্যে ত্রিপুরায় ক্রীড়া পরিকাঠামো এবং প্রশিক্ষণে আরও নজর বাড়িয়ে গুরুত্ব দিতে হবে বলে ক্রীড়া মহল অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *