নয়াদিল্লি, ১১ জুন (হি.স.) : জাতীয় কোভিড টিকাকরণ অভিযানের অধীনে সারা দেশে এখন পর্যন্ত ১৯৪.৯২ কোটিরও বেশি কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, আজ সকাল ৭ টা পর্যন্ত ১৯৪ কোটি ৯২ লাখ ৭১ হাজার ১১১ টি টিকা দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায়, কোভিড সংক্রমণের ৮,৩২৯ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪০ হাজার ৩৭০ জন। সংক্রামিত ক্ষেত্রে ০.০৯ শতাংশ। দৈনিক সংক্রমণের হার ২.৪১ শতাংশে উঠেছে। মন্ত্রক জানিয়েছে, একই সময়ে কোভিড থেকে ৪২১৬ জন মুক্ত হয়েছেন। কোভিড থেকে এখন পর্যন্ত মোট ৪ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৩০৮ জন রোগী সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লাখ ৪৪ হাজার ৯৯৪টি কোভিড পরীক্ষা করা হয়েছে। দেশে মোট ৮৫ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার ২৮২টি কোভিড পরীক্ষা করা হয়েছে।