Norway Open : নরওয়ে ওপেনে চ্যাম্পিয়ন ভারতের প্রজ্ঞানানন্দ

নয়াদিল্লি, ১১ জুন (হি. স.) বিশ্বসেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে দু’বার হারানোর পর এবার কার্লসেনের দেশ নরওয়েতে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় সেরার শিরোপা পেল ভারতের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানানন্দ। টুর্নামেন্টে একটিও ম্যাচ না হেরেই এই খেতাব জিতেছে সে। নরওয়ে চেস ওপেনের শীর্ষ বাছাই হিসাবেই টুর্নামেন্ট শুরু করেছিল ভারতের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার। শেষ ম্যাচে জয় পেয়ে ৭.৫ পয়েন্টে টুর্নামেন্ট শেষ করল সে।

নয় রাউন্ডের এই টুর্নামেন্টে বেশ কয়েকজন বিখ্যাত দাবাড়ুকে হারিয়েছে প্রজ্ঞা। প্রতিপক্ষদের থেকে এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে টুর্নামেন্ট জিতেছে সে। খেতাব জিতে বরাবরের আত্মবিশ্বাসী প্রজ্ঞানানন্দ বলেছে, “আমার মনে হয় এই টুর্নামেন্টের প্রত্যেক ম্যাচেই আমি খুব ভাল খেলেছি। যেভাবে দাবার বোর্ডে চাল দিতে চেয়েছিলাম, সেইভাবে দিয়ে পেরেছি। তাই সব মিলিয়ে খুব ভাল লাগছে।” এই খেতাব জেতার পরে দেশে ফিরে এসেই দাবা অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি নেবে প্রজ্ঞানানন্দ।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স করছে প্রজ্ঞা। ক্লাস ইলেভনের পরীক্ষা চলাকালীনই চেসেবল মাস্টার্সে অংশ নিয়েছিল সে। ওই প্রতিযোগিতায় দ্বিতীয়বারের জন্য কার্লসেনকে হারিয়েছিল প্রজ্ঞানানন্দ। তার কোচ আর বি রমেশ বলেছেন, “নরওয়ে চেস ওপেন জেতার ফলে ওর আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। শীর্ষ বাছাই হিসাবেই টুর্নামেন্ট শুরু করেছিল, তাই ও জেতায় আমি খুব অবাক হইনি। তিনটি ম্যাচ ড্র করলেও বাকি ছয় ম্যাচে জিতেছে। প্রজ্ঞাকে অনেক অভিনন্দন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *