ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।।মহারণ আজ। শান্তির বাজারে বাইখোরা মাঠে।খেতাবি দখলের লড়াইয়ে আজ মুখোমুখি হবে কসমোপলিটন ক্লাব এবং ব্রু জোয়াইন মথৌ দল। শান্তির বাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটে। বাইখোরা মাঠে আজ সকাল সোয়া ৯ টায় শুরু হবে ম্যাচটি। মরশুমে দুদলের এটি দ্বিতীয় তৃতীয় সাক্ষাৎকার। প্রথম দুই সাক্ষাৎকারে জয় পেয়েছিলো কসমোপলিটন ক্লাব। স্বাভাবিক ভাবেই আজ ফেভারিট হিসাবে মাঠে নামবে কসমোপলিটন ক্লাব। তবে ২২ গজে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ব্রো জোয়াইন মথৌ দলের ক্রিকেটাররা। ফলে লড়াই জমজমাট হবে বলা বাহুল্য। দুদলই শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয়।
2022-06-11