ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুন।। পদক জয়ের আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের এবারকার আসরে ত্রিপুরার খেলোয়াড়রা ৫ম পদক পাবে কিনা, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। হরিয়ানার পঞ্চকুলায় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের সপ্তম দিনে ত্রিপুরার অ্যাথলেটরা একপ্রকার হতাশার বার্তা-ই দিয়েছে। কোথাও পঞ্চম তো কোথাও সপ্তম। সেই কবে আন্তর্জাতিক জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্তের হাত ধরে দুটি স্বর্ণপদক আর থাং-তায় বালিকা বিভাগে ত্রিপুরার প্রতীক্ষা ও কেনজিয়ার দুটি ব্রোঞ্জ পদক প্রাপ্তির পর ত্রিপুরার শিবিরে পদক জয়ের ব্যাপারে খরা দেখা দিয়েছে। আজ, শুক্রবার আসরের সপ্তম দিনে জুডোতে মেয়েদের ৪৪ কেজি বিভাগে রাজ্যের তারকা খেলোয়াড় দেবাঞ্জলী নাথ প্রথম রাউন্ড থেকে বিদায়। ছেলেদের ৫০ কেজিতে রিক্সন দেববর্মা সেমিফাইনালে উঠে বিদায় নেয়। পরপর দুই রাউন্ডে জয় ছিনিয়ে শেষ চারে উঠলেও শেষ রক্ষা হয় নি।
আগামীকাল মেয়েদের ৫২ কেজি বিভাগে নমিতা কলই ও ছেলেদের ৭২ কেজি বিভাগে সায়ন রায় আগামীকাল নামবে। ট্রেডিশন্যাল গেমস কালারিপায়াট্টু তে রাজ্যদল দলগত লড়াইয়ে সপ্তাহ স্থান পায়। সাঁতারু তেমন ভালো কোন খবর নেই। পদক জয়ের তালিকায় আয়োজক হরিয়ানা-ই শীর্ষে ৩৩ টি স্বর্ণপদকসহ ৯৬টি পদক পেয়ে। মহারাষ্ট্র ৩২টি স্বর্ণসহ ৮৫টি পদক পেয়ে। মনিপুর তৃতীয় স্থানে ১৩টি স্বর্ণসহ আঠারোটি পদক নিয়ে। ত্রিপুরার স্থান সেই ১৯শে-ই রয়েছে ২টি স্বর্ণ সহ চারটি পদক নিয়ে।