আগরতলা, ১০ জুন (হি. স.) : সম্ভবত এই প্রথম নির্বাচনে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। কুড়ি বছরের দীর্ঘ মুখ্যমন্ত্রীত্বের সময়কালে তাঁকে এভাবে প্রচারে নামতে দেখা গেছে বলে অনেকেই মনে করতে পারছেন না। ফলে, প্রচারে বেরিয়ে মানুষের সাড়া সংবাদ মাধ্যমের উপস্থিতির সাথে গুলিয়ে ফেলেছেন হয়তো। প্রখর রোদে নির্বাচনী প্রচারের বাড়ি বাড়ি ঘোরার অভ্যাস নেই তাঁর। একপ্রকার বাধ্য হয়েই বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছেন তিনি, এমনটাই মনে হচ্ছে। তাই হয়তো বেফাঁস বলে ফেলেছেন, সংবাদ মাধ্যমের উপস্থিতিতে বুঝে নিতে হবে প্রচারে মানুষের সাড়া মিলছে।
নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারে সাড়া জাগানোর চেষ্টা করছেন বিভিন্ন দলগুলি। প্রতিদিন পালা করে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান। আজও সকাল থেকেই শুরু হয় বাড়ি বাড়ি প্রচার। বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথ সরকার রামনগর ৭ নম্বর রোডে মিছিল করে এদিন বাড়ি বাড়ি প্রচার সেরেছেন।
তাঁর কথায়, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি। ক্ষমতায় আসার আগে ২৯৯টি প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই অনুযায়ী প্রতিশ্রুতি গুলি বাস্তবায়িত হয়নি। তাই মানুষ শাসক দলের উপর ক্ষুব্ধ। ভোট প্রদানের মাধ্যমেই মানুষ প্রতিশ্রুতি ভঙ্গের উত্তর দেবেন বলে দাবি করেন রঘুনাথ সরকার।
তাঁর বক্তব্য, মানুষ চাইছেন শুধু ভোট কেন্দ্রে যাওয়া নিশ্চিত হোক। সেই নিরাপত্তার ব্যবস্থা হলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেছেন।এদিন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে অভয়নগর রবিদাস পাড়ায় বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে অংশ নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি বলেন, মানুষের দারুন সাড়া মিলছে। সংবাদ মাধ্যমের উপস্থিতি তার প্রমাণ দিচ্ছে। তাঁর বক্তব্য, মানুষ শুধুই জিনিসপত্রের দাম বাড়ছে, বেঁচে থাকার উপায় খুজছেন বলে জানিয়েছেন। তাঁর দাবি, মানুষের অভিযোগ থেকে জানতে পেরেছি, কথা বলা যায় না। রেশনের কার্ড মিলেনা। রেশনে গেলে জিনিস পাওয়া যায়না। সকলের এই সমস্ত অভিযোগ তিনি শুনছেন এবং সমাধানের প্রশ্নে বামফ্রন্ট প্রার্থীর পক্ষে ভোট চাইছেন।