ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুন।। ত্রিপুরা রেফারিজ এসোসিয়েশনের
কার্যকরি কমিটির সভা ১২ জুন। রাজ্য রেফারি সংস্থার। ওই দিন সকাল সাড়ে ১১টায় উমাকান্ত স্টেডিয়াম সংলগ্ন রাজ্য রেফারি সংস্থার অফিস বাড়িতে হবে সভা। সংস্থার কার্যকরি কমিটির সকল সদস্যদের সভায় উপস্থিত থাকার জন্য সচিব নারায়ন দে অনুরোধ করেছেন। জানা গেছে, আসন্ন ফুটবল মরশুম সহ রেফারিদের বিভিন্ন পরীক্ষা নিয়ে সভায় আলোচনা হবে।
2022-06-10