রৌদ্র-বৃষ্টি উপেক্ষা করে প্রচারে ঝড় বিজেপির দুই প্রার্থীর

আগরতলা, ৯ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে প্রচারে তিল পরিমাণ জমি ছাড়তে চাইছেন না বিজেপি প্রার্থীরা। রৌদ্র, বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে গণদেবতাদের কাছে করজোড়ে পৌছে যাচ্ছেন তাঁরা। আজ দিনভর আকাশ মেঘলা সাথে ভারী বৃষ্টিপাতের মধ্যেও প্রচার থামেনি তাঁদের।

মূলত, ২৩ জুন ত্রিপুরার চারটি বিধানসভা আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের প্রচারে  সরগরম রাজ্য রাজনীতি।  বাড়ি বাড়ি প্রচারে গুরুত্ব দিয়েছেন আগরতলার দুই বিধানসভা  কেন্দ্রের  বিজেপি  প্রার্থীরা।উন্নয়নের প্রশ্নে ভোট চাইছেন তাঁরা।

বৃহস্পতিবার ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা সেন্ট্রাল রোড শিববাড়িতে পুজো দিয়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করেন। সাথে ছিলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, বিধায়িকা কল্যাণী রায়, কর্পোরেটার রত্না দত্ত, মণ্ডল সভাপতি সঞ্জয়  সাহা সহ অন্যান্যরা। ভোটারদের হাতে এদিন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মুখী কাজ কর্মের একটি লিফলেট তুলে দিয়েছেন বিজেপি প্রার্থী। ২০নং ওয়ার্ডের ১৬ ও ১৭ নম্বর বুথে বাড়ি বাড়ি প্রচার করেছেন তিনি। প্রচারে বেরিয়ে বিপুল সাড়া পাচ্ছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

মানিক সাহার কথায়, সকলেই পরিচিত মানুষ। বিজেপি দলকে তাঁরা ভোট দেবেন, তাতে আমি নিশ্চিত। সকলেই তাঁকে সমর্থন করবেন, আশা প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী।  তিনি বলেন, মানুষ তেমন কোন সমস্যার কথা বলেননি। কিছু জায়গায় জল জমার বিষয়ে জানিয়েছেন। তবে সেই জল কয়েক ঘণ্টার মধ্যে নেমে যায়, তাও বলেছেন। নির্বাচনকে কেন্দ্র করে সকলের সঙ্গে পরিচয় হতে পারাটা নতুন অভিজ্ঞতা, তৃপ্তির হাসি দিয়ে বলেন তিনি।এদিকে ৬ আগরতলা কেন্দ্রের বিজেপি-র অপর চিকিৎসক প্রার্থী ডাঃ অশোক সিনহাও এদিন বাড়ি বাড়ি প্রচার সেরেছেন। অভয়নগর পুথিবা দেবতা বাড়ি এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছিলেন তিনি। ভোটারদের সাথে সৌহার্দ্য বিনিময় করেন তিনি। সঙ্গে ছিলেন প্রার্থী অশোক সিনহার স্ত্রীও। ডা: অশোক সিনহার কথায়, অভয়নগরের বাসিন্দা তিনি। এই এলাকার মানুষ তাঁর পরিচিত। শৈশব কেটেছে এখানেই। তাই অভয়নগর এলাকা নিয়ে মোটেও চিন্তিত নন তিনি, দৃঢ় প্রত্যয়ের সুর তাঁর গলায়। তাঁর দাবি, সত্তরের দশক থেকে এই এলাকার মানুষ তাঁকে চেনেন। ফলে মানুষ তাকেই বেছে নেবেন বলে জোর গলায় দাবি করেন ডা: সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *