Election Commission: আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন এবং গণনা ২১ জুলাই, ঘোষণা নির্বাচন কমিশন-র

নয়াদিল্লি, ৯ জুন(হি.স) : বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে এদিন বিজ্ঞান ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, দেশের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী ১৮ জুলাই এবং গণনা ২১ জুলাই।রাজীব কুমার জানান, দেশের ৭৭৬ জন সাংসদ এবং ৪০৩৩ জন বিধায়ক রাষ্ট্রপতি পদে ভোট দিতে পারবেন। ভোট হবে অগ্রাধিকার ভিত্তিতে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ ২৪ জুলাই শেষ হচ্ছে। সংবিধানের ৬২ অনুচ্ছেদ অনুসারে, মেয়াদ শেষ হওয়ার আগে পরবর্তী রাষ্ট্রপতির জন্য নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর আগে রাষ্ট্রপতি নির্বাচন ২০১৭ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *