Congress : ৬ আগরতলা কেন্দ্রে কংগ্রেসের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ

৬ আগরতলা কেন্দ্রে কংগ্রেসের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ উপনির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনী সন্ত্রাসের খবর উঠে আসছে৷ কংগ্রেস দলের প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ উঠল শাসকদলীয়দের বিরুদ্ধে৷ ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচার সজ্জা নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন৷ তিনি বলেছেন, বিরোধী দলের প্রচার হচ্ছে নষ্ট করে ভয়-ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে শাসক দল৷ ঘটনাকে কেন্দ্র করে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন৷ ইতিমধ্যে তিনি দোষীদের নাম ধাম উল্লেখ করে থানায় এজাহার জমা করেছেন৷ এছাড়া বিষয় সম্পর্কে অবগত করেছেন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার এবং পশ্চিম ত্রিপুরার এসপি-কেও৷ সুদীপ রায় বর্মন এর কথায়, ঘটনার গণতান্ত্রিক পদ্ধতিতে মোকাবেলা করবেন তিনি৷ নির্বাচনী প্রচারসজ্জা নষ্ট করে মানুষের মনকে পরিবর্তন করা যায় না৷ রাজ্যে কি হচ্ছে সেটি মানুষের জানে৷ সেই নিরিখেই মানুষ ভোট দান করবেন৷ প্রশাসনের প্রতি আস্থা রয়েছে বলে জানিয়েছেন প্রার্থী সুদীপ রায় বর্মন৷