আগরতলা, ৮ জুন : বুধবার বাড়ি বাড়ি প্রচারে বের হলেন ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সংহিতা ব্যানার্জি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা।
নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে বলে দাবি করেন সুবল ভৌমিক। প্রচারে বেরিয়ে মানুষের বিপুল সাড়া পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, বিগত সাড়ে চার বছরে মানুষ রাজ্যে শান্তি উপলক্ষে করতে পারেনি। রাজ্যে পুনরায় শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষ তৃণমূল কংগ্রেসকে বেছে নেবে বলেই আশা সুবল ভৌমিকের।