মুম্বই, ৮ জুন (হি. স.) : বুধবারও ধস অব্যাহত শেয়ার বাজারে। বম্বে স্টক এক্সচেঞ্জের তিরিশটির বেশি শেয়ারের দাম একলাফে অনেকটাই কমে যায়। সূচক ৬০ পয়েন্ট (০.১১ শতাংশ) কমে দাঁড়ায় ৫৫, ০৪৭ পয়েন্টে। সূচক পড়ে নিফটিরও। নিফটির সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬, ৩৯৭ পয়েন্টে।
বুধবার সকালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিতে গেলে রেপোরেট বৃদ্ধি করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। স্বাভাবিকভাবেই দালালস্ট্রিটে ছিল উদ্বেগ। এদিন বাজার খোলার পর থেকে দালালস্ট্রিট ছিল ঝিমিয়ে। মঙ্গলবার বাজার বন্ধের পর প্রতিটি সংস্থার শেয়ার যে অবস্থায় ছিল, বুধবার বাজার খোলার সময় সূচকে তেমন কোনও পরিবর্তন চোখে পড়েনি। পরিবর্তন চোখে পড়ল রেপোরেট বৃদ্ধির ঘোষণা হতেই। সূচক তাসের ঘরের মতো পড়তে শুরু করে। সকালে যে সব সংস্থার শেয়ার ক্ষতির মুখ দেখেছে, তার মধ্যে রয়েছে ব্রিটানিয়া । তাদের শেয়ারের দাম এক ধাক্কায় ১.৮৫ শতাংশ কমে দাঁড়ায় ৩,৩২১ টাকা।

