উধমপুরের সামরোলিতে পাথর ধস, অবরুদ্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

জম্মু, ৮ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার সামরোলিতে পাহাড়ে ধস নেমে অবরুদ্ধ হয়ে পড়ল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। বুধবার সামরোলি এলাকায় আচমকাই পাহাড়ে ধস নামে, পাহাড় থেকে রাস্তায় গড়িয়ে আসে পাথর। এরফলে অবরুদ্ধ হয়ে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।বুধবার সকাল থেকেই রৌদ্রজ্জ্বল ছিল জম্মু-কাশ্মীরের আবহাওয়া। আগামী ২৪ ঘন্টা এমনই থাকবে আবহাওয়া। বুধবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গ ও পহেলগামের তাপমাত্রা ছিল যথাক্রমে ৮.৭ ও ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টা আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে, বাড়তে পারে তাপমাত্রার পারদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *