ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুন।। দুর্দান্ত জয় সালকা বাদলের। সুপার আটের দ্বিতীয় পর্যায়ের গ্রুপ লীগে নিজেদের প্রথম ম্যাচে প্রথম জয়। ১০ দলীয় টুর্ণামেন্টে প্রাথমিক লীগের শেষে সুপার আট দলের গ্রুপ লীগ টুর্নামেন্ট চলছে। আয়োজক লংতরাই ভ্যালি ক্রিকেট এসোসিয়েশন। খেলা ছিল ধলাইয়ের দামছড়ায় হোকো তুইসা গভর্মেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে। ঐকতান ক্লাব বনাম সালকা বাদলের মধ্যে। সুপার আটে দ্বিতীয় গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাভাবিকভাবেই ওভার সংখ্যা ৩২ করা হয়েছিল। টস জিতে হালকা বাদল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায় ঐকতান ক্লাবকে। সীমিত ৩২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ঐকতান ক্লাব ১৭২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে এজাজ আহমেদ সর্বাধিক ৪২ রান পায়। ৩২ বল খেলে এজাজ ৫টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪২ রান সংগ্রহ করে। হালকা বাদলের বোলার ঋত্বিক ত্রিপুরা ৪২ রানে চারটি, হেমেন্দ্র রুপিনী ও খগেনসা ত্রিপুরা ২টি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সালকা বাদলের শুরুটাই দুর্দান্ত হয়। ওপেনিং জুটির ৮৩ রান এবং দ্বিতীয় উইকেটের জুটিতে ৩৯ রান দলকে দ্রুত জয়ের লক্ষ্যে এগিয়ে দেয়। ওপেনার হেমেন্দ্র রুপিনীর ৪১ রান এবং সৈনিক দেববর্মার ৩৫ রান উল্লেখযোগ্য। হেমেন্দ্র ৪২ বল খেলে চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে ৪১ রান পায়। পরবর্তী দায়িত্ব পালন করে রিমান্ড দেববর্মা ও মনোজ রিয়াংয়ের তৃতীয় উইকেটের জুটি। রিমান্ড মারকুটে ব্যাট চালিয়ে ৩৭ বল খেলে ৬ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ৪২ রান সংগ্রহ করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। সঙ্গী মনোজ রিয়াং অপরাজিত ছিল ২৫ রানে। ২৫.৩ ওভার খেলেই সালকা বাদল জয়ের লক্ষ্যে পৌঁছায়। ঐকতান ক্লাবের সুরজিৎ সরকার ও বিশ্বজিৎ শীল ১টি করে উইকেট পেয়েছে। মূলতঃ ঋত্বিকের বোলিংয়ের পর হেমেন্দ্র ও রিমান্ডের অনবদ্য ব্যাটিংয়ের দৌলতে সালকা বাদল ৮ উইকেটে দুর্দান্ত জয় ছিনিয়ে পরবর্তী রাউন্ডের লক্ষ্যে নিজেদের অবস্থান একধাপ এগিয়ে রেখেছে।
2022-06-08