১৩ বছরের পুরনো মামলায় লালুকে ৬ হাজার টাকা জরিমানা, সমস্ত চার্জমুক্ত আরজেডি প্রধান

পালামু, ৮ জুন (হি.স.): আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত ১৩ বছরের পুরনো একটি মামলায় রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে ৬ হাজার টাকা জরিমানা করল পালামুর বিশেষ এমপি ও এমএলএ আদালত। বুধবার সকালে সশরীরে আদালতে হাজিরা দেন লালুপ্রসাদ যাদব। লালুকে বড়সড় স্বস্তি দিয়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে আদালত। পাশাপাশি তাঁকে চার্জমুক্ত করা হয়েছে। মামলাও নিষ্পত্তি করা হয়েছে।

লালুর আইনজীবী ধীরেন্দ্র কুমার সিং জানিয়েছেন, শুনানির পর লালুপ্রসাদ যাদবকে ৬ হাজার টাকা জরিমানা করেছে আদালত। তাঁর ওপর থেকে সমস্ত চার্জ তুলে নেওয়া হয়েছে এবং মামলাটির নিষ্পত্তি করা হয়েছে। তাঁকে আর এখানে আসতে হবে না। প্রসঙ্গত, ২০০৯ সালে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের সময় গঢ়বাতে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে আদর্শ আচরণবিধির লঙ্ঘনের একটি মামলা দায়ের হয়েছিল। আসলে, সেই সময় গিরিনাথ সিং গঢ়বা বিধানসভা থেকে আরজেডি-র প্রার্থী ছিলেন। নির্বাচনী প্রচারে গঢ়বায় এসেছিলেন লালু। সভাস্থল ছিল গঢ়বা গোবিন্দ উচ্চ বিদ্যালয়। এ জন্য কল্যাণপুরে একটি হেলিপ্যাড প্রস্তুত ছিল। কিন্তু তার হেলিকপ্টার নির্ধারিত হেলিপ্যাডের পরিবর্তে বৈঠকস্থলে অবতরণ করে। এরপর সেখানে উপস্থিত মানুষজনের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়। এই ক্ষেত্রে তৎকালীন ডেপুটেশন ম্যাজিস্ট্রেট লালুর পাইলটের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *