Mahakaran Abhiyan : মহাকরণ অভিযান করবে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া

আগরতলা, ৮ জুন৷৷ দাবি আদায়ে মহাকরণ অভিযান করবে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার ত্রিপুরা শাখা। বুধবার মুক্তধারা অডিটোরিয়ামে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার এক কর্মশালার আয়োজন করা হয়েছে৷ কর্মশালায় মূলত বিভিন্ন আন্দোলন কর্মসূচির রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নেতৃত্বরা৷ বর্তমানে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলি নিয়ে তারা আগামী দিনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন তাঁরা৷ বিভিন্ন সমস্যা নিয়ে আগামী কিছুদিনের মধ্যেই মহাকরণ অভিযান করা হবে বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া রাজ্য সভাপতি সত্যজিৎ দাস৷ তবে বর্তমানে উপনির্বাচনের কারণে তারা আন্দোলন কর্মসূচী চালাতে বিলম্ব হচ্ছে৷ নির্বাচনের পরই সমস্ত কার্যক্রম গ্রহন করা হবে বলে জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *