মুম্বই, ৮ জুন(হি.স) : তিন দিনের সফরে বুধবার সকালে রেলপথে কোটা পৌঁছলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি কোটা-বুন্দির সাংসদ। তাঁর নিজ নির্বাচনী এলাকায় পরিবর্শনে গিয়েছেন বলে জানা গিয়েছে। এদিন কোটা রেলস্টেশনে তাঁকে স্বাগত জানান বিজেপি কর্মীরা।
সকাল ৭টা নাগাদ কোটা পৌঁছেন ওম বিড়লা। কাউন্সিলর লভ শর্মা, বিজেপি নেতা মহিপাল সিং সোলাঙ্কি, সত্যনারায়ণ শর্মা ওরফে সত্তু, নরেন্দ্র সোনি লালা, মহেশ গৌতম, সোনু, অক্ষয় চৌধুরী, ওম মহাওয়ার এবং রাহুল মাকওয়ানা রেলস্টেশনে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। সেখান থেকে কাফেলা নিয়ে শক্তিনগর অফিসে পৌঁছান লোকসভার স্পিকার। তিন দিনের এই সফরে বিড়লা শহর ও গ্রামাঞ্চলে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।