Hockey Team : বেলজিয়ামে রওনা দিল ভারতীয় পুরুষ ও মহিলা হকি দল

নয়াদিল্লি, ৮ জুন(হি.স) : আসন্ন এফআইএইচ হকি প্রো লিগের ম্যাচের জন্য বুধবার সকালে বেলজিয়ামের ব্রাসেলস থেকে রওনা হল ভারতীয় পুরুষ ও মহিলা হকি দল। সবিতার নেতৃত্বে ভারতীয় মহিলা হকি দল ১১ এবং ১২ জুন বেলজিয়ামের বিরুদ্ধে একটি ডাবল হেডার ম্যাচ খেলবে।

রওনা হওয়ার আদে সবিতা বলেন, “অবশ্যই, আমরা এই যাত্রার জন্য উত্তেজিত। কারণ আমাদের এফআইএইচ হকি প্রো লিগ গেমগুলির আকারে ইউরোপের শীর্ষস্থানীয় কয়েকটি দলের বিরুদ্ধে খেলার একটি দুর্দান্ত সুযোগ দেওয়া পাব।”
আর অমিত রোহিদাসের নেতৃত্বে ভারতীয় পুরুষ হকি দল ১১ জুন এবং ১২ জুন বেলজিয়ামের বিরুদ্ধে একটি ডাবল-হেডার খেলবে। ভারত বর্তমানে এফআইএইচ পুরুষ হকি প্রো লিগ টেবিলে দ্বিতীয় স্থান দখল করেছে। শীর্ষস্থানীয় নেদারল্যান্ডসের চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে তারা। সফরের আগে দলের উত্তেজনা প্রকাশ করে রোহিদাস বলেন, “আমরা নিজেদের মাটিতে বিশ্বের সেরা কয়েকটি দলের বিপক্ষে খেলতে পেরে আনন্দিত।