Cricket Training: ক্রিকেট কোচদের নিয়ে ফার্স্ট এইড্ ট্রেনিং

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ৮ জুন।। রাজ্যের ক্রিকেট কোচদের নিয়ে তিনদিনের ফার্স্ট এইড ট্রেনিং কোর্স শুরু হলো এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে। রেড ক্রস সোসাইটি এবং টিসিএর যৌথ উদ্যোগ্যে আয়োজিত হলো এই কোর্স। উপস্থিত ছিলেন টিসিএর যুগ্ম সচিব কিশোর কুমার দাস সহ রেড ক্রসের কর্মকর্তারা। শিবিরে কোচেদের উপস্থিতি ছিল প্রশংসনীয়। এই কোর্স কোচেদের জন্যই বিশেষ ভাবে আয়োজন করলো টিসিএ। কেন না ক্রিকেট মাঠে এই কোর্সের যথেস্ট গুরুত্ব রয়েছে।