TMC :টিএমসিতে দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ৮ জুন৷৷ অগ্ণিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে করনীয় বিষয় নিয়ে বুধবার হাপানিয়ায় ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডঃ বি আর আম্বেদকর হাসপাতাল এবং ত্রিপুরা ফায়ার সার্ভিস ট্রেনিং সুকলের যৌথ উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে৷ কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে হবে বা আগুন লাগলে তা কিভাবে সামাল দিতে হয় সেই বিষয়ে সকলকে সচেতন করা হয়৷ এই সচেতনতা মূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বি আর আম্বেদকর হসপিটাল এর সুপারেন্টেন্ড জয়ন্ত পোদ্দার ও সোসাইটির ওএসডি নন্দন সরকার৷ এছাড়া উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ট্রেনিং সুকলের দায়িত্বপ্রাপ্ত অফিসার অসীম বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা৷

এদিন কর্মসূচিতে কোথাও কোন অগ্ণিকান্ডের ঘটনা ঘটলেই কিভাবে আগুন নেভানো যায় এবং কেউ অসুস্থ হয়ে পড়লে বা দুর্ঘটনা ঘটলে কিভাবে উদ্ধার করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়৷ ত্রিপুরার মেডিকেল কলেজ এন্ড ডাক্তার বি আর আম্বেদকর হাসপাতালে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় মানুষের তৎপরতা পরিলক্ষিত হয়৷ ত্রিপুরা মেডিকেল কলেজে এ ধরনের প্রশিক্ষণ শিবির গুরুত্বপূর্ণ বিষয় বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *