Accident: ডাম্পারের সঙ্গে দ্রুতগতির গাড়ির ধাক্কায় একই পরিবারের চারজনের মৃত্যু

রাইসেন, ৮ জুন(হি.স) : বুধবার সকালে মধ্যপ্রদেশের রাইসেন জেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরে সাগর মার্গে একটি ডাম্পারের সঙ্গে একটি দ্রুতগামী গাড়ির সংঘর্ষে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

ইসেনের অতিরিক্ত পুলিশ সুপার অমৃত মীনা জানিয়েছেন, বুধবার সকাল ৮টার দিকে দেবনগর ও আমখেদার মধ্যে সাগর মার্গে দুর্ঘটনাটি ঘটে। এখানে সামনে থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে দ্রুতগামী একটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান ও আহত হন চারজন। পুলিশ জানায়, নিহতদের মধ্যে গাড়িচালক মনোহর গোয়েল (৪০), অনিতা ওধ (৩৮), তার চার বছরের মেয়ে নিত্য এবং তার ফুফু সাধনা (৫৫), স্বামী সুরজিত ওধ (৪৩), নিহতদের মধ্যে কমলেশ বাই (৫৫), রামবাই (৭০) এবং প্রমোদ ওধ (৪৫) গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই একই পরিবারের রাইসেনের বাসিন্দা বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *