আগরতলা, ৮ জুন (হি. স.) : ত্রিপুরায় অতিসত্বর সমস্ত স্কুলগুলিতে পাঠ্যক্রম এবং বই সরবরাহ করা সহ বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে শিক্ষায় বেসরকারীকরণ বন্ধ করার দাবি জানিয়ে বুধবার রাজ্যের উচ্চশিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে অল ইন্ডিয়া ডিএসও। ডেপুটেশন প্রদান করার আগে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন সংগঠনের নেতৃত্বরা।
তাঁদের অভিযোগ গ্রীষ্মের বন্ধের পর স্কুল খুলে গেছে। কিন্তু ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে বই প্রদান করার ব্যবস্থা করা হয়নি। রাজ্যের বেশ কয়েকটি বিদ্যালয়ে পাঠ্য বই এবং পাঠ্যক্রম দুটোই প্রদান করা বাকি রয়েছে। ফলে ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছেন বলে অভিযোগ করেছেন অল ইন্ডিয়া ডিএসও নেতৃত্বরা।এছাড়াও বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে রাজ্যে শিক্ষাব্যবস্থা বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে ত্রিপুরা সরকার। শিক্ষাব্যবস্থা বেসরকারিকরণ অগণতান্ত্রিক বলে দাবি করা হয়েছে এদিন। ত্রিপুরার ছাত্র-ছাত্রীদের স্বার্থে বর্তমান শিক্ষা ব্যবস্থার তীব্র বিরোধিতা করে শিক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ডিএসও-র পশ্চিম জেলা সম্পাদক দেব প্রসাদ চক্রবর্তী।