উপনির্বাচন : ভোট কর্মীদের প্রশিক্ষণ

আগরতলা, ৮ জুন (হি. স.) : উপনির্বাচনকে ঘিরে ভোট কর্মীদের আজ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী ২৩ জুন ত্রিপুরার ৪টি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন ৬ আগরতলা ও ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজধানীর শিশু বিহার স্কুলে চলেছে ওই প্রশিক্ষণ। এদিন ৫ জনের টিম বানিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

এ-বিষয়ে আজ বিস্তারিত তথ্য দিয়েছেন রিটার্নিং অফিসার তথা সদর মহকুমা শাসক অসীম সাহা। তিনি বলেন, এবার উপনির্বাচনে নতুন সংযোজন করা হয়েছে। ইতিপূর্বে শুধু ভোটের কাজে নিযুক্তরাই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারতেন। এখন জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকায় থাকা ৮০ ঊর্ধ্ব এবং দিব্যাঙ্গরা আবেদন করলে তাঁরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। সাথে সন্দেহজনক করোনা আক্রান্তরাও একইভাবে ভোট দিতে পারবেন। সেই অনুযায়ী তালিকা তৈরি করে ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে অবগত করা হয়েছে। যারা ফর্ম ফিলাপ করে  আবেদন জানিয়েছেন কেবল তাদের ভোট ব্যালট পেপারে নেওয়া হবে।

তিনি জানান, এক্ষেত্রে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে ২৯১ জন এবং ৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রে ৩৯০ জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন। ৯ জুন প্রার্থী তালিকা চূড়ান্ত হলে এরপর তাদের ভোট নেওয়া হবে। তিনি বলেন,  পোস্টাল ব্যালট সহ এআরও, সেক্টর ম্যাজিস্ট্রেট ও পুলিশ তাদের বাড়ি যাবেন। থাকতে পারেন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। তাদের উপস্থিতিতে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ওই ভোটাররা। 

তাঁর কথায়, প্রথম দিন ভোটারদের বাড়িতে না পেলে দ্বিতীয় দিন ফের যাবেন ভোট কর্মীরা। কিন্তু দ্বিতীয় দিন অনুপস্থিত থাকলে তারা আর ভোট দিতে পারবেন না। ভোট কেন্দ্রে গিয়েও তারা ভোট দান করতে পারবে না বলে জানিয়েছেন তিনি।সাথে তিনি যোগ করেন, আজ ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *