আগরতলা, ৮ জুন : রাজধানীর এনএসআরসিসি-তে ১৩ নং এনসিসি বাহিনীর ১০ দিনব্যাপী বাৎসরিক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। গত ৫ জুন এই ট্রেনিং ক্যাম্প শুরু হয়েছে। চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। বুধবার এই ক্যাম্পের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেছেন লেফটেন্যান্ট সমীর কুমার দিয়াবাঘ।
লেফটেন্যান্ট সমীর কুমার দিয়াবাঘ জানিয়েছে, এদিনের রক্তদান শিবিরে প্রায় ৭০ জন ক্যাডেট রক্তদান করেছেন। মূলত সামাজিক কর্মকান্ড হিসেবে রক্তদানের আয়োজন করা হয়েছিল। তিনি আরো বলেছেন, ত্রিপুরায় রক্তদান উৎসবের মতো পালিত হয়। তাই উৎসবের আমেজেই সমাজসেবার অঙ্গ হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে এদিনের রক্তদানটি আয়োজন করা হয়েছিল।