নয়াদিল্লি, ৮ জুন(হি.স) : গুজরাট সংগঠন ভেঙে দিল আম আদমি পার্টি (আপ)। দলের নেতা তথা গুজরাট আপ-র দায়িত্বপ্রাপ্ত নেতা ড. সন্দীপ পাঠক বুধবার টুইট করেছেন, গুজরাট সংগঠন ভেঙে দিয়েছে আপ। কিন্তু রাজ্য সভাপতির পদ অক্ষত থাকবে।
তিনি বলেন, দলের সংগঠনকে বুথ পর্যায়ে নিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে একটি সক্রিয় শক্তিশালী সংগঠন ঘোষণা করা হবে। পাঠক বলেন, আম আদমির সংগঠন ২৭ বছর ধরে শাসন করে আসা বিজেপির দুঃশাসনের অবসান ঘটাবে। তিনি আরও বলেন, গুজরাটে কংগ্রেস ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এমতাবস্থায়, এখন আপ একমাত্র বিকল্প যেখান থেকে মানুষের আশা আছে।