কানপুর, ৮ জুন (হি.স) : কানপুরে জুমার নমাজের সময় হিংসার ঘটনায় পিএফআই-র তিন সদস্য সহ এখনও পর্যন্ত ৫৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সকলের বিরুদ্ধেই হিংসার ঘটনায় যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
বুধবার পুলিশের যুগ্ম কমিশনার আনন্দ প্রকাশ তিওয়ারি জানিয়েছেন, কানপুরের বেকনগঞ্জে অবস্থিত নাই রোডে ৩ জুন হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতী ও পাথর ছোড়াকারীদের চিহ্নিত করে পোস্টার জারি করা হয়েছে। এ মামলায় এ পর্যন্ত ৫৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশের যুগ্ম কমিশনার বলেন, কানপুর হিংসা মামলার প্রাথমিক তদন্তে এটি স্পষ্ট হয়ে গেছে যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) হিংসা ছড়িয়ে দেওয়ার পিছনে একটি বড় ষড়যন্ত্র করেছিল। এখনও পর্যন্ত, ৫৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে পিএফআই-এর তিনজন রয়েছেন।