Accident: মুজফ্ফনগরে বাইকে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ জনের, প্রাণে বাঁচলেন দু”জন

মুজফ্ফনগর, ৮ জুন (হি.স.) : উত্তর প্রদেশের মুজফ্ফনগরে জেলায় যাত্রীবাহী মোটরবাইকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও দু”জন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে জগহেদি গ্রামের কাছে পানিপত-খাতিমা হাইওয়ের ওপর। দুর্ঘটনায় নিহতদের নাম-বিপিন কুমার (৩০), তাঁর স্ত্রী মীনু (২৮), শচীন (২২) ও নীতিন কুমার (২৩)।

স্টেশন হাউস অফিসার মুকেশ কুমার সোলাঙ্কি জানিয়েছেন, টিটাওয়ি গ্রাম থেকে মুজফ্ফনগর শহরের দিকে তিনটি বাইকে যাচ্ছিলেন ৬ জন। সেই সময় পানিপত-খাতিমা হাইওয়ের ওপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের ও দু”জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *