আগরতলা, ৭ জুন : স্মার্ট সিটির আওতায় কলেজটিলা লেইক সাজাতে গিয়ে পুকুরের প্রাকৃতিক সৌন্দর্য্য এবং জল দুটোই নষ্ট হচ্ছে বলে স্থানীয় মানুষ অভিযোগ করেছেন। এলাকাবাসীর বক্তব্য, সৌন্দর্যায়ন প্রয়োজন ঠিকই, তবে অবশ্যই তা করতে হবে বিজ্ঞান সন্মত উপায়ে।
কলেজটিলা লেইক সহ আশপাশের এলাকাকে স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে সাজিয়ে তোলার কাজ চলছে। ইতিমধ্যেই বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কিন্তু স্মার্ট সিটির কাজের বিষয় নিয়ে কিছু আপত্তি তুলেছেন এলাকার মানুষ। তাঁদের বক্তব্য, যে পদ্ধতিতে কাজ হচ্ছে তা সঠিক নয়। নতুন প্রযুক্তি ব্যবহার করা উচিৎ। জলাশয়ে মাটি ফেলে পাইলিং করা ঠিক হচ্ছে না। এরপর সেই মাটি আর জলাশয় থেকে তোলা হয় না। মাটি ফেলে ভরাট করার এই কাজ বিজ্ঞান সম্মতভাবে হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ফলে লেইকের জল নষ্ট হচ্ছে বলে দাবি তাঁদের। এলাকাবাসীর বক্তব্য, স্মার্ট সিটির কাজ নিশ্চয়ই হবে। আর সেই কাজে এলাকাবাসী সহযোগিতা নিশ্চিত ভাবে করবে। কিন্তু কাজ করতে হবে বিজ্ঞান সম্মত ভবে। মাটি ফেলে নয়। এই লেইক ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারী স্বীকৃত। ১৯৪৩ সালে ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারী এটাকে স্বীকৃতি প্রদান করেছে। মাটি ফেলে ভরাট করে যে পদ্ধতিতে উন্নয়নের কাজ হচ্ছে তা মেনে নিতে পারছেন না এলাকাবাসী। অচিরেই তারা এ ব্যাপারে পুর নিগমের মেয়রের দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানিয়েছেন।

