আগরতলা, ৭ জুন : গোপন খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ চুরি যাওয়া ২টি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাইক গুলো বাংলাদেশ পাচার করার উদ্দেশ্যে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। কিন্তু আরক্ষা প্রশাসনের তৎপরতায় তা সম্ভব হয়নি।
মঙ্গলবার এয়ারপোর্ট থানার পুলিশের পক্ষ থেকে চুরি যাওয়া বাইক গুলি মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু কোন চোরকে আটক করতে পারেনি পুলিশ। টিআর০১এআর৭০৪৬ এবং টিআর০১এক্স৫৯৬৬ নম্বরের বাইক দুটি চুরি হয়েছিল এবং পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই বাইক দুটির মালিকের নাম জয়ন্ত ঘোষ ও নিশিকান্ত সরকার। একটি বাইক গান্ধীগ্রাম মেলা থেকে এবং অপর বাইকটি ঊষাবাজার এলাকায় নিজ বাড়ি থেকে চুরি গিয়েছিল।