Matador : হেস্টিংসের কাছে উল্টে গেল ম্যাটাডোর

কলকাতা,৫ জুন (হি.স.) : রবিবার সাতসকালেই দুর্ঘটনা। বেপরোয়া গতির জন্য হেস্টিংসের কাছে উল্টে গেল ম্যাটাডোর । এই ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রী।

জানা গিয়েছে, বিসর্জন সেরে ফিরছিল ম্যাটাডোরটি । কিন্তু ওই ম্যাটাডোরটি বেপরোয়া গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে হেস্টিংসের কাছে এক ডিভাইডারে ধাক্কা মারে। আর তাতেই আহত ম্যাটাডোরে থাকা যাত্রীরা। জানা গিয়েছে, ম্যাটাডোরে মোট ১৫জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ৫ জন মহিলা, ২ শিশু এবং বাকিরা পুরুষ। দুর্ঘটনায় সকলেই কমবেশি আহত। তবে, ২ জনকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। ম্যাটাডোরের চালক পলাতক। ইতিমধ্যেই চালকের খোঁজ শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ । গাড়ির চালক মদ্যপ ছিলেন নাকি গাড়ির যান্ত্রিক ত্রুটি ছিল খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *