Dilip Ghosh: সিকিমকে দেখে শেখা উচিত: পরিবেশ দিবসে বার্তা দিলীপ ঘোষের

কলকাতা, ৫ মে (হি. স.): রবিবার বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস প্রসঙ্গে বলতে গিয়ে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে

সিকিমকে দেখে শেখা উচিত’ নাম না করেই রাজ্য সরকারকে তোপ বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
দু’দিনের সিকিম সফরে যাচ্ছেন দিলীপ ঘোষ । এদিন সে কথা জানিয়ে সিকিমের পরিবেশ টেনে রাজ্য সরকারের উদ্দ্যেশ্যে

দিলীপ ঘোষ আরও বলেন, ‘ সিকিম স্বচ্ছ পরিবেশ তৈরি করেছে, প্লাস্টিক নিষিদ্ধ করেছে । এক্ষেত্রে সিকিমকে দেখে শেখা উচিত ‘ ।
রাজ্যে খেলাধূলার মান কমে যাচ্ছে এমনটাই মনে করছেন বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

এদিন রাজ্যের খেলাধূলা প্রসঙ্গে বলতে গিয়ে ,’আর একটা সৌরভ পাব কিনা সন্দেহ আছে । বাংলার খেলার মান ধীরে ধীরে নেমে যাচ্ছে, আবার একটা সৌরভ আমরা পাব কিনা সন্দেহ আছে । ক্রিকেট, ফুটবল, ব্যাডিন্টন, টেবল টেনি-সহ সব জায়গায় বাংলা একসময় প্রতিভাবান খেলোয়াড়দের দিয়েছে, যাঁরা বাংলা তথা দেশের মানসম্মান বাড়িয়েছেন । এখনও আছেন অনেকে, চেষ্টা করছেন । কিন্তু সরকারি সহযোগিতা না হলে খেলোয়াড় তৈরি হয় না । কারণ খেলাধূলায় অনেক খরচা হয় । খালি প্রতিভা থাকলে হবে না, ইন্সট্রুমেন্ট চাই, সেটাও রাজ্য সরকারকে দেখতে হবে ‘ ।