Fire At Police Station : জম্মু-কাশ্মীর পুলিশ স্টেশনে ব্যাপক অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি গাড়ি

শ্রীনগর, ৫ জুন(হি.স) : রবিবার ভোররাতে জম্মুর সাতওয়ারি থানায় একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে থানা চত্বরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার পরপরই দমকলের কর্মীরা থানায় যায়। প্রায় এক ঘণ্টা সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে। তবে ততক্ষণে বাজেয়াপ্ত বেশ কয়েকটি গাড়িসহ চত্বরে পার্ক করা যানবাহন আগুনের কবলে পড়ে।

জম্মু পুলিশ জানিয়েছে,”সাতওয়ারি থানার বাইরে একটি খোলা জায়গায় পার্ক করা জব্দ করা যানবাহনগুলি শর্ট সার্কিটের কারণে আগুন ধরেছিল। দমকল বিভাগের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে পুলিশ স্টেশন ভবনের কোনও ক্ষতি হয়নি।