কাতার, ৪ জুন (হি.স.): বিদেশ সফরের অন্তিম পর্যায়ে কাতার সফরে রয়েছেন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের স্বর্ণ জয়ন্তীতে উপ-রাষ্ট্রপতির এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনেই করা হচ্ছে। এই সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও প্রসারিত হবে বলেই আশা করা হচ্ছে।
উপ-রাষ্ট্রপতি এই সফরে কাতারের ডেপুটি আমীর শেখ আব্দুল্লাহ বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলবেন। এছাড়া কাতারের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে। বাণিজ্য রাউন্ড টেবিল আলোচনায় তিনি ভাষণ দেবেন।