চিনের গুইঝো প্রদেশে বুলেট ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত্যু চালকের, বেশ কয়েকজন আহত

বেজিং, ৪ জুন (হি. স.) : কাঁদাধসের কারণে চিনের গুইঝো প্রদেশে লাইনচ্যুত হয়ে গেল বুলেট ট্রেনের দু”টি বগি। বুলেট ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত্যু চালকের, আহত হয়েছেন ৭ জন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চিনের গুইইয়াং প্রদেশ থেকে দক্ষিণাঞ্চলীয় গুইঝো প্রদেশে যাচ্ছিল বুলেট ট্রেনটি (ডি২৮০৯)।

শনিবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ কাঁদাধসের কারণে বুলেট ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনায় বুলেট ট্রেনের চালকের মৃত্যু হয়েছে, ৭ জন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের জীবনহানির কোনও খবর নেই। শনিবারের এই দুর্ঘটনার ফলে দীর্ঘ সময় বুলেট ট্রেন পরিষেবা বন্ধ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *