আগরতলা, ৪ জুন(হি. স.): ত্রিপুরায় উপনির্বাচনে প্রার্থী ঘোষণা দিয়েছে বিজেপি। আগামী ২৩ জুন চারটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২৬ জুন ফলাফল ঘোষণা দেবে কমিশন।
বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, ৮ নম্বর টাউন বড়দোয়ালি কেন্দ্রে প্রফেসর(ডা:) মানিক সাহা, ৬ নম্বর আগরতলা কেন্দ্রে ডা: অশোক সিনহা, ৪৬ নম্বর সুরমা কেন্দ্রে স্বপ্না দাস পাল এবং ৫৭ নম্বর যুবরাজনগর কেন্দ্রে মলিনা দেবনাথ উপনির্বাচনে প্রার্থী মনোনীত হয়েছেন।ডা: মানিক সাহা বর্তমানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব সামলাচ্ছেন। তিনি ৮ নম্বর টাউন বড়দোয়ালি কেন্দ্রের বাসিন্দাও। ফলে, ইতিপূর্বেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন এই কেন্দ্রে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, আগামী সোমবার বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন।