ভোপাল, ৪ জুন (হি.স.): মধ্যপ্রদেশের খাণ্ডোয়া ও সিংরাউলী জেলায় পৃথক দু’টি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ মহিলা ও শিশু-সহ ৭ জন। পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। খাণ্ডোয়া জেলায় একটি ট্রাক্টর-ট্রলি উল্টে মৃত্যু হয়েছে দু’টি শিশু, ৩ মহিলার, আহত হয়েছেন ১৫ জন। সাব-ডিভিশনাল অফিসার অফ পুলিশ রবীন্দ্র ভাসকালে জানিয়েছেন, শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রোশনি পুলিশ পোস্টের অধীনে খিরকিয়া-খালওয়া রোডে ধনোরা গ্রামের কাছে। হারসুদে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ট্র্যাক্টর-ট্রলিতে চেপে মেধাপানি গ্রামে যাচ্ছিলেন ৩৫ জন। তখন ট্র্যাক্টর-ট্রলি উল্টে মৃত্যু হয়েছে দু’টি শিশু ও ৩ মহিলার। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে, সিংরাউলী জেলায় শুক্রবার রাতের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তি ও বালকের। মাদা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা নগেন্দ্র সিং জানিয়েছেন, মোটরবাইকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রাক। তাতেই মৃত্যু হয় বাইকে থাকা ওই ব্যক্তি ও বালকের। মৃতরা সম্পর্কে বাবা ও ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁদের মা, তিনিও বাইকে ছিলেন।