লখনউ, ৩ জুন (হি.স.): একবিংশ শতাব্দীতে ভারতের বৃদ্ধির গল্পকে গতি দেবে উত্তর প্রদেশ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, আগামী ১০ বছরে উত্তর প্রদেশ ভারতের জন্য একটি বড় চালিকা শক্তি হতে চলেছে।”
শুক্রবার লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত উত্তর প্রদেশে বিনিয়োগকারীদের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, “উত্তর প্রদেশে ১,১০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ গঙ্গা, ২৫-৩০টি জেলার মধ্য দিয়ে বয়ে গিয়েছে। প্রাকৃতিক চাষের বিশাল সম্ভাবনা কল্পনা করুন। রাজ্য সরকারও কয়েক বছর আগে একটি খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্প ঘোষণা করেছিল। কর্পোরেট বিশ্বের জন্য, এটি বর্তমানে কৃষিতে বিনিয়োগ করার একটি সুবর্ণ সুযোগ।”
এদিন বিনিয়োগকারীদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৮০,০০০ কোটি টাকা ব্যয়ে ১৪০৬টি প্রকল্পের শিলান্যাস করেছেন। প্রকল্পগুলি কৃষি, তথ্যপ্রযুক্তি, ইলেক্ট্রনিক্স, এমএসএমই, উৎপাদন, পুনর্ব্যবহারযোগ্য শক্তি, ওষুধ, পর্যটন, প্রতিরক্ষা, বিমান পরিবহণ, তাঁত এবং বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেছেন, “আজ এখানে ৮০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের চুক্তি করা হয়েছে। এই রেকর্ড বিনিয়োগ হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। আমি এজন্য উত্তর প্রদেশের তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাই, কারণ তাঁরাই এর থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন।”

