নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। শুক্রবার সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন ও বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। সম্প্রতি তাঁর সান্নিধ্যে যাঁরা এসেছিলেন তাঁদের সকলকেই কোভিড পরীক্ষা ও সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করার অনুরোধ জানিয়েছেন প্রিয়াঙ্কা।
একদিন আগে, বৃহস্পতিবারই জানা যায় সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিডে আক্রান্ত হন কংগ্রেস নেতা কে সি বেণুগোপালও। আর শুক্রবার সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কা জানালেন তিনিও কোভিডে আক্রান্ত হয়েছেন। প্রিয়াঙ্কা টুইট করে জানিয়েছেন, “আমি করোনায় আক্রান্ত হয়েছি, মৃদু উপসর্গ রয়েছে। সমস্ত প্রোটোকল মেনে চলছি। বাড়িতেই নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। সম্প্রতি আমার সান্নিধ্যে যাঁরা এসেছিলেন তাঁরা সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করবেন।”

