লখনউ, ৩ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক স্তরে মর্যাদা বেড়েছে ভারতের। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রীর কথায়, আগে বৈশ্বিক বিষয়ে ভারতের অবস্থানকে গুরুত্ব সহকারে নেওয়া হত না। বর্তমানে ভারত এমন স্তরে পৌঁছেছে যে, বিশ্ব আমাদের কথা মনোযোগ দিয়ে শোনে।”
শুক্রবার লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত উত্তর প্রদেশে বিনিয়োগকারীদের সম্মেলনের @ ৩.০ গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিনিয়োগকারীদের উদ্দেশে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন বলেছেন, “দক্ষতার দিক থেকে আমাদের উত্তর প্রদেশ কোনও অংশে কম নয়। রাজ্য সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব, ততটাই সহযোগিতা করা হবে বিনিয়োগকারীদের। রাজনাথ সিং বলেছেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কঠোর পরিশ্রম, তাঁর কল্পনাশক্তি এবং দ্রুত গতি সম্পর্কে আমরা সবাই অবগত। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যা কিছু হয়েছে, সবই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হয়েছে।