লখনউ, ৩ জুন (হি.স.): লখনউ-এর ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত উত্তর প্রদেশে বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলনে বিনিয়োগকারীদের আশ্বস্ত করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বললেন, উত্তর প্রদেশে বিনিয়োগ সম্পূর্ণ সুরক্ষিত। যোগী বলেছেন, “এক জেলা এক পণ্য”-র মতো প্রকল্পগুলিতে কার্যকর পদক্ষেপের মাধ্যমে উত্তর প্রদেশ নিজস্ব ঐতিহ্যবাহী এন্টারপ্রাইজ রফতানি ৮৮ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১.৫৬ লক্ষ কোটি টাকা করেছে।”
উত্তর প্রদেশে বিনিয়োগ সম্মেলনের @ ৩.০ গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “বিনিয়োগকারীদের সুরক্ষা ও সংরক্ষণ উভয়ই দেবে রাজ্য সরকার।” তিনি বলেছেন, “বিগত পাঁচ বছরে প্রধানমন্ত্রীর মন্ত্র গৃহীত হয়েছে যাতে সংস্কার, সম্পাদন এবং রূপান্তর সংস্কারের কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় উত্তর প্রদেশ দ্রুত পাঁচ বছরে ষষ্ঠ অর্থনীতি থেকে দ্বিতীয় অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে।” যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “রাজ্যের প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। করোনার সময়ও উত্তর প্রদেশে ৬৬ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। আমাদের সরকার পাঁচ লক্ষ যুবককে সরকারি চাকরিও দিয়েছে। উদ্বোধন করা হয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে। মুখ্যমন্ত্রী বলেছেন, যে বুন্দেলখণ্ড স্বাধীনতার পরে জলের জন্য আকুল ছিল। আমরা বুন্দেলখণ্ডে হর ঘর নল যোজনা এগিয়ে নিয়ে যাচ্ছি।