ত্রিপুরা : ৯৮ বছরের বৃদ্ধ ফাঁসিতে আত্মঘাতী

বিলোনিয়া(ত্রিপুরা), ২ জুন (হি. স.) : সাতসকালে ঘরের বারান্দা থেকে উদ্ধার হয়েছে ৯৮ বছরের এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ। বিলোনিয়ার উত্তর সোনাইছড়ি আশ্রমপাড়া এলাকার প্রবীণ নাগরিক রবি দত্ত গতকাল রাত পর্যন্ত স্বাভাবিক ছন্দেই ছিলেন বলে দাবি তাঁর ছেলের। রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বসে খাবার গ্রহণ করেছিলেন। তারপরেই প্রায় রাত ১টা নাগাদ প্রত্যেকে ঘুমোতে চলে যান। সকালে পরিবারের লোকজন উঠে দেখতে পান রবি দত্তের ঝুলন্ত মৃতদেহ।

পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। হয়তোবা অসুখের যন্ত্রণা সহ্য করতে না পেরে অবসাদের বসেই এই কাণ্ড ঘটিয়েছেন। এমনই প্রাথমিক ধারণা পরিবারের। এদিকে খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ৯৮ বছরের প্রবীণের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।