Record Terror : রাজ্যে চলছে রেকর্ড সন্ত্রাস, অভিযোগে সিপিএমের

আগরতলা, ২ জুন৷৷ রাজ্যে চলছে রেকর্ড সন্ত্রাস৷ যদি অবিলম্বে সন্ত্রাস বন্ধ না হয় তাহলে রাস্তায় নামবে সিপিআইএম৷ এভাবে চলতে থাকলে শ্রীলংকার মত অবস্থা হবে ত্রিপুরার৷ বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এভাবেই শাসক দল বিজেপি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন দলের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী৷

তিনি বলেন, মোহনপুর, রাজনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন না হলেও সেখানের মুখিয়াদের নেতৃত্বে চলছে সন্ত্রাস৷ মোহনপুর বিধানসভা কেন্দ্রে আইনমন্ত্রী রতন লাল নাথ এবং দক্ষিণ জেলার সহ সভাপতি বিভীষণ দাসের নেতৃত্বে যুবকরা সমাজদ্রোহীতে পরিণত হচ্ছেন৷ বিধানসভা কেন্দ্রগুলিতে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন তাঁরা৷ কিন্তু মানুষ যখন ঘর থেকে বের হবে, তখন শ্রীলংকার মতো হবে ত্রিপুরায়৷ তাই সন্ত্রাস অবিলম্বে বন্ধ করা দরকার৷তিনি বলেন, উপনির্বাচন ঘোষণা হওয়ার পর আইন-শৃঙ্খলার অবনতির চরিত্র এবং ব্যাপকতা অতীতের সমস্ত গণ্ডি অতিক্রম করে চলেছে৷ ধলাই জেলার সালেমাতে গত ২৭ মে আক্রমণ সংঘটিত হয়েছে দীলিপ বৈদ্য নামে এক সি পি আই এম কর্মীর বাড়িতে৷ তারপর ২৯ মে পঞ্চবঁটিতে সিপিআইএম কার্যালয়ের সামনে শহীদ অরুণ দেবের মূর্তি ভেঙে ফেলেছে৷ গত ৩০ মে প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক আগরতলার দিকে আসার পথে উদয়পুর জামজুড়িতে আক্রমণ করে দুর্বৃত্তরা৷ এগুলি দুর্বলতার লক্ষণ বলে জানান তিনি৷ পরিস্থিতি যদি অবিলম্বের নিয়ন্ত্রণে আনা হয় তাহলে রাস্তায় নামতে বাধ্য হবে সিপিআইএম, এভাবে হুঁশিয়ারি দেন জীতেন্দ্র চৌধুরী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *